Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

বয়স্ক ভাতা কারা পাবেন

 

দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনুর্ধ ৩০০০ (তিন হাজার) টাকা;

শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীণ পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়; তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত, বিপতনীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ পুরুষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয়; যে সকল প্রবীণ ব্যক্তির আয়কৃত অর্থের সম্পুর্ন অর্ত খাদ্য বাবদ ব্যয় হয় এবং স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতে ব্যয় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না; ভুমিহীন বয়সক্ ব্যক্তি।

 

বিধবা ভাতা কারা পাবেন

 

 

ক) বয়ঃবৃদ্ধ অসহায় ও দুস্থ বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলারা অগ্রাধিকার পাবে

খ) যিনি দুঃস্থ অসহায় প্রায় ভূমিহীন বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং যার ১৬ বছরের নিচে দুটি সমত্মান রয়েছে

গ) দুঃস্থ দরিদ্র বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা অগ্রাধিকার পাবে।

 

প্রতিবন্ধী ভাতা কারা পাবেন

ক) ৬ বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না। যিনি চাকুরিজীবী কিংবা পেনশনভোগী নন।

খ) প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪ হাজার টাকার কম।

 

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিকারা পাবেন

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছরের উর্ধে প্রতিবন্ধী ছাত্রছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬হাজার টাকার নিচে।

 

মুক্তিযুদ্ধা সম্মানী ভাতা কারা পাবেন

ক) মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২ হাজার টাকার উর্ধে নয়

খ) মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে২টি তালিকায় অর্ন্তভূক্ত সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস্ হতে মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অর্ন্তভূক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা

 

 

সমাজকল্যাণ মন্ত্রণালয়

 

বয়স্কভাতা মঞ্জুরীর আবেদনপত্র

প্রথম অংশ

(আবেদনকারী নিজে পূরণ ও স্বাক্ষর করিবেন অথবা কাহারো দ্বারা পূরণ করিয়া নিজে স্বাক্ষর/টিপসহি দিবেন)

 

 
 

 

পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

 

 

 

বরাবর

         উপজেলা সমাজসেবা অফিসার

         সিলেট সদর, সিলেট

 

বিষয়ঃ বয়স্কভাতা মঞ্জুরীর  জন্য আবেদন ।

মহোদয়,

           বিনীত নিবেদন এই যে,আমার বর্তমান বয়স....................বৎসর। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত মাসিক ................................টাকা হারে বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য আবেদন জানাইতেছি এবং এই সূত্রে নিম্নলিখিত তথ্যাদি আপনার সহানুভূতিশীল বিবেচনার জন্য পেশ করিতেছিঃ-

(ক)  নামঃ

(খ)  পিতা/স্বামীর নামঃ

(গ)  মাতার নামঃ

( ঘ) ঠিকানাঃ

   বর্তমানঃ ....................................................

                ..................................................

               ...................................................

               ..................................................

 স্থায়ীঃ      ....................................................

               ....................................................

              ....................................................

              ....................................................

(গ) আবেদনকারীর বাৎসরিক গড় আয়ঃ

 

          
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(চ)স্বাস্থ্যগত অবস্থাঃ

(প্রযোজ্য ক্ষেত্রে ∙চিহ্নদিন)  (১)সম্পূর্ণ         (২) অসুস্থ             (৩) অপ্রকৃতস্থ        (৪)প্রতিবন্ধী          (৫)  আংশিক

                                কর্মক্ষমতাহীন                                                                                    কর্মক্ষমতাহীন

 

 

 

 

 

 

 (ছ) আর্থ সামাজিক অবস্থাঃ ছ.১

 

   (প্রযোজ্য ক্ষেত্রে ∙চিহ্নদিন)                                     

                                         (১) নিঃস্ব               (২) উদ্বাস্তু             (৩) ভূমিহীন

 

        
  

 

   
 
 

 

 

 

                    ছ.২          

                                    (১)বিধবা               (২)তালাকপ্রাপ্ত           (৩) বিপত্নীক                   (৪) পরিবার থেকে                       

                                                                                                                             বিচ্ছিন্ন

-২-

(জ) জন্ম তারিখ/আনুমানিক জন্ম তারিখঃ

 

(ঝ) সনাক্ত করণ চিহ্নঃ

 

(ঞ) মুক্তিযোদ্ধা কি নাঃ

 

(ট) সনাক্তকারীঃ

                                                                       ...............................................

                                                                  (ওয়ার্ড সদস্য/সদস্যা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান)

 

২। আমার শারীরিক অক্ষমতা জনিত কারণে বয়স্কভাতা গ্রহণের জন্য সশরীরে উপস্থিত হওয়া সম্ভব নয়। তাই আমার বয়স্কভাতা গ্রহণের জন্য নিম্নবর্ণিত ব্যক্তিকে মনোনয়ন দান করিলাম।তা ছাড়াও মৃত্যুর পর উল্লেখিত মনোনীত ব্যক্তিকে পূর্বের বকেয়াসহ (যদিথাকে) মৃত্যুর পরবর্তী ৩  (তিন) মাস ভাতা উত্তোলনেরও মনোনয়ন দান করিলামঃ-

 

নাম ও ঠিকানা

সম্পর্ক

মনোনীত ব্যক্তির নমুনা স্বাক্ষর

বয়স্কভাতাভোগীর প্রতিস্বাক্ষর/টিপসহি

 

 

 

 

 

 

 

 

                                                                                           আপনার অনুগত

তারিখঃ                                          আবেদনকারীর স্বাক্ষরঃ

 

                                                    আবেদনকারীর নামঃ

 

                                                  নমুনাস্বাক্ষর/টিপসহিঃ

 

 

 

 

দ্বিতীয় অংশ

মঞ্জুরকারী কর্তৃপক্ষের আদেশ

 

.......................................................................................................................................................কে মাসিক

..............................................................................টাকা হারে বয়স্কভাতা মঞ্জুর করা হইল।

   

 

 

তারিখঃ                                                                            উপজেলা সমাজসেবা অফিসারের স্বাক্ষর

                                                                                                    (সীলমোহর)

 

 

 

 

বিঃদ্রঃ বয়স্কভাতা মঞ্জুর করার পর আবেদনপত্রের প্রথম অংশের ছবির উপর সমাজসেবা কা‌র্যালয়ের গোল সীলমোহর দিতে হইবে।